বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংক্ষিপ্ত পরিচিতি

মানুষ নামক সৃষ্টির সেরা জীবটিকে সৃষ্টি করা হয়েছে দেহ ও মনের এক অপূর্ব সম্মেলনের মাধ্যমে। মানুষের উন্নতি ও উৎকর্ষতা বলতে মূলত শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রের ভারসাম্যপূর্ণ অগ্রগতিকেই বোঝানো হয়। আর ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামীন কর্তৃক মনোনীত একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধানের মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষের জীবনের সার্বিক বিষয়াবলী নিয়েই দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। ইসলাম শুধু ঈমান বা বিশ্বাসের কথাই বলে না, বরং এর পাশাপাশি সব ধরনের ব্যবহারিক আচরণ নিয়েও কথা বলে। ইসলাম মানুষের আধ্যাত্মিক এবং বৈষয়িক সকল বিষয়েই পথ নির্দেশনা দেখায়।

আর জামায়াতে ইসলামীর লক্ষ্য হলো আল্লাহ প্রদত্ত এবং রাসুল (সা:) প্রদর্শিত বিধান অনুযায়ী মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ও পর্যায়ে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। জামায়াতে ইসলামী সকল মানুষকে, বিশেষ করে মুসলমানদের প্রতি উদাত্ত আহবান জানায় এবং কুরআনের ভাষায় তাদেরকে দাওয়াত দেয়, “হে মানবজাতি, তোমরা আল্লাহর নিকট আত্মসমর্পন করো। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, মাবুদ নেই।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর

তিন দফা দাওয়াত

১। সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তা’য়ালার দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্য করিবার আহ্বান।

২। ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান

৩। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান।

ভিডিও গ্যালারি

দাওয়াতী পোস্টার

প্রবন্ধ

সহযোগী সদস্য হউন

আপনি যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে যুক্ত হতে চান তবে আপনাকে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে এই সংগঠনের সাথে যুক্ত হতে হবে। আপনি সরাসরি অনলাইন ফরমটি পূরণ করতে চাইলে এখানে ক্লিক করুন