বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীবিদ তরিকুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনীতি ও জাতীয় জীবনে বর্ষীয়ান রাজনীবিদ মরহুম তরিকুল ইসলামের নানাবিধ অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলাম রোববার বিকাল ৫:০৫মিনিটে রাজধানীর অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙক্ষী রেখে গেছেন।
বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলামের ১ম নামাজে জানাজা সোমবার সকাল ১০টা ২০মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়। এসময় জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুইয়া, জামায়াত নেতা আমিনুল ইসলাম সহ সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলামের কফিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২য় জানাজার পরে তার নিজ এলাকা যশোর শহরে নেওয়ার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।