ঢাকা আইনজীবী সমিতি ও বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নিয়মিত সদস্য এ্যাডভোকেট ফারুক আহমেদ সিদ্দিকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম এ্যাডভোকেট ফারুক আহমেদ সিদ্দিকী শনিবার দিবাগত রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম এ্যাডভোকেট ফারুক আহমেদ সিদ্দিকী কে নিজ গ্রামের বাড়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নেওয়ার পর আজ রবিবার বেলা ১১টায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে পরিবার থেকে জানানো হয়।