বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রবীন রুকন এবং পাকিস্তান আমলের পুর্ব পাকিস্তানের ঢাকা শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি বর্ষীয়ান রাজনীতিবিদ মাষ্টার শহিদুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম মাষ্টার শহিদুল হকের ইসলামী আন্দোলনে অনবদ্য অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মাষ্টার শহিদুল হক আজ শনিবার ভোর ৫ টায় রাজধানীর সবুজবাগের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। জামায়াতের এই প্রবীণ নেতা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ১ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মাষ্টার শহিদুল হক ১৯৬৪ সালে সংগঠনের রুকন হিসেবে শপথ গ্রহণ করেন। মরহুমের নামাজের জানাজা আজ বাদ যোহর সবুজবাগ থানার কদমতলা স্কুল মসজিদে অনুষ্ঠিত হয় এবং বাসাবো সরদার বাড়ি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও সবুজবাগ থানা উত্তরের আমীর আবু নকিব, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও খিলগাঁও থানা পূর্বের আমীর আব্দুর রহমান সাজু, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও সবুজবাগ থানা দক্ষিণের আমীর আবু মাহী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ সাধারণ ছাত্র জনতা।
(মুহাম্মাদ আব্দুল্লাহ সাইফ)
প্রচার সহকারি,
ঢাকা মহানগরী দক্ষিণ।