সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় মগবাজারের দৈনিক সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ কোন রকম অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করে। এধরনের পরিচিত দেশবরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজীকে অন্যায়ভাবে গ্রেফতারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজস্ব কর্মস্থল সংবাদপত্র অফিস থেকে দেশবরেণ্য সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে নজিরবিহীন। সরকারের এই ধরনের নিপীড়নের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামী এই নেতাকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনা প্রমান করে যে সরকার সংবাদ পত্রের স্বাধীনতায় বিশ্বাসী নয় বরং গণমাধ্যমের স্বাধীনতা হরন এবং বিরোধী মত দমন করায় সরকারের প্রকৃত উদ্দেশ্য। নেতৃবৃন্দ রুহুল আমিন গাজীকে গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তির দাবী জানান। একইসাথে সরকারের দুঃশাসন ও অত্যাচারের বিরুদ্ধে সাংবাদিক সমাজ সহ দেশবাসীকে সোচ্চার হওয়ার উদাত্ত্ব আহ্বান জানান।
উল্লেখ্য যে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, “রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছে।” তবে তার আইনজীবীরা জানিয়েছেন, রুহুল আমিন গাজী ওই মামলায় জামিনে আছেন। এমতাবস্থায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিনে থাকা অবস্থায় গ্রেফতার সম্পর্কে পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি।
(মুহাম্মাদ আব্দুল্লাহ সাইফ)
প্রচার সহকারি,
ঢাকা মহানগরী দক্ষিণ।